বিশ্বের প্রায় প্রতিটি দেশেই থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। গোটা বিশ্বে এই ভাইরাস ছেয়ে যাওয়ার পর এবস্র ‘বিশ্বের ফুসফুস’ আমাজনেও করোনা ভাইরাসের ঘটনা ধরা পড়েছে। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন আমাজনের আদিবাসী দল ইয়ানোমামির একজন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা এই বিষয়ে জানিয়েছেন, ‘আজ ইয়ানোমামির একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে, যা চিন্তা বাড়াচ্ছে।’
জানা গেছে, ইয়ানোমামির আক্রান্তের বয়স মাত্র ১৫, সে এখন বোয়া ভিস্তার একটি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। উত্তর ব্রাজিলের রাজ্য রোরাইমার রাজধানী বোয়া ভিস্তা। গ্লোবো নামের একটি সংবাদপত্র জানিয়েছে, ব্রাজিলের তরফে আদিবাসীদের মধ্যে কমপক্ষে ৭ জনের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। প্রথমজন কোকামা দলের ২০ বছরের একজন মহিলা। সপ্তাহখানেক আগে তাঁর সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে।
এর আগে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণকের তরফে জানানো হয়েছিল, অ্যামাজনের গভীরে বসবাসকারী কোকামা উপজাতির ২০ বছরের একটি তরুণীর দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। ব্রাজিল-কলম্বিয়া সীমান্তের কাছাকাছি স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় একটি আদিবাসী গ্রাম রয়েছে। তরুণী ওই গ্রামেরই বাসিন্দা। ওই গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে বলে জানা গিয়েছে।
তবে উদ্বেগের এখানেই শেষ নয়। ওই গ্রামের আরও ৪ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। তারা অবশ্য উপজাতির সদস্য নন। আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। মনে করা হচ্ছে, ওই গ্রামে মানুষের সেবা করতে যাওয়া ওই ডাক্তারের শরীর থেকেই আক্রান্ত হয়েছেন গ্রামের চারজন। ওই উপজাতির মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছে ব্রাজিলের প্রশাসন। তাই এদিন ঘোর দুশ্চিন্তা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের আদিবাসীদের নিয়ে আরও সতর্ক হতে হবে, বিশেষ করে তাঁদের নিয়ে যারা বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন।’