এবার প্রতিবেশী দুই দেশের মারণ করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য ভারত-পাকিস্তান তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রস্তাব দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেরা ক্রিকেট দ্বৈরথ করিয়ে অর্থ তোলা যেতে পারে আক্রান্ত মানুষদের সাহায্যার্থে।
রাজনৈতিক মতবিরোধের জন্য ২০০৭ থেকে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র আইসিসি অনুমোদিত কোনও প্রতিযোগিতা অথবা এশিয়া কাপেই দেখা হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের। শোয়েব বলছেন, ভারত-পাকিস্তান দু’দেশেই করোনায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষতির মুখে পড়তে হবে দু’দেশকেই। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দু’দলের ম্যাচ করিয়ে যে অর্থ তোলা যাবে, তা দু’দেশের ত্রাণ তহবিলে ভাগ করে জমা করা যেতে পারে। তবে অবশ্যই সিরিজ দর্শকশূন্য মাঠে করা উচিত বলেও তিনি জানিয়েছেন।
তিনটি এক দিনের ম্যাচ করার প্রস্তাব দিয়েছেন শোয়েব। তিনি বলেছেন, সেই ম্যাচগুলি ভারত বা পাকিস্তানে করারও কোনও দরকার নেই। নিরপেক্ষ দেশেই আয়োজন করা হোক দ্বৈরথের। শোয়েবের মতে, টিভি সম্প্রচারের মাধ্যমেই যে অর্থ সংগ্রহ করা যাবে, তা দু’দেশের ত্রাণ তহবিলকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ বিশ্বের খেলাধুলোয় সব চেয়ে সম্প্রচারিত দ্বৈরথের অন্যতম। গত বছর বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে দু’দলের ম্যাচ টিভি দর্শকের বিচারে রেকর্ড তৈরি করেছিল।
প্রাক্তন পাক ফাস্ট বোলার যোগ করছেন, ‘ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে। শুধুমাত্র টিভির পর্দায় ক্রিকেটভক্তরা উপভোগ করতে পারবেন এই সিরিজ। লক ডাউন যদি চালু থাকে, তা হলে প্রত্যেকেই নিজেদের বাড়িতে থাকবেন। তাই সম্প্রচার থেকে অর্থলাভের সুযোগ প্রবল।’ অনেক দিন ভারত-পাক ম্যাচ দেখতে পাননি সে কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বলছেন, ‘এত দিন পরে দু’দেশের দ্বৈরথ হলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আকর্ষণ তৈরি হবে। সম্প্রচার থেকে যে অর্থ উঠে আসবে, তা দু’দেশের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যেতে পারে। তাতে অনেক মানুষই উপকৃত হবেন বলে আমার মনে হয়।’