রাজ্যে বেশ ভালই থাবা ফেলেছে করোনা। বাদ নেই শহর কলকাতাও। তবে শুধু যে করোনাই সরকারের চিন্তার অন্যতম কারণ তা কিন্তু নয়। আর কয়েকমাস পরেই কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাবা বসাতে পারে ডেঙ্গু, সেই আশঙ্কা রয়েছে প্রশাসনের। ফলে সেই নিয়েও আগাম সতর্কতা প্রয়োজন। দুদিন আগে সব পুরসভা, পঞ্চায়েতকে ডেঙ্গু নিয়ে উদ্যোগী হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুরপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম।
দুপুর তিনটে থেকে সল্টলেকের নগরায়ন ভবন থেকে পশ্চিমবঙ্গের পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক চলছে। মূলত করোনা, ডেঙ্গু সহ নিজ এলাকা জীবাণুমুক্ত করা, জঞ্জাল সাফাই, পরিষ্কার, পরিচ্ছন্ন করার নির্দেশ দেবেন তিনি।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৭১ এবং মৃত ৫। আগামী দিনে করোনাকে রুখতে একাধিক পদক্ষেপ নিতে প্রস্তুত রাজ্য সরকার। কিন্তু এই অবস্থায় ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ যাতে প্রভাব বিস্তার না করতে পারে, সেই দিকেও খেয়াল রাখা প্রয়োজন। সেই জন্যই এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী।