করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্কুল ছাত্রী। ব্যাঙ্কের জিরো ব্যালান্স অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা দান করে দিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। পুরুলিয়ার ঝালদা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অষ্টম শ্রেণীর ছাত্রী খুশি সূত্রধরের কীর্তিতে খুশি সকলেই।
জানায়, আমি সামান্য সাধ্য নিয়ে রাজ্যের পাশে দাঁড়াতে পেরে খুশি। মুখ্যমন্ত্রীর যেদিন টিভিতে সাহায্যের চেয়ে ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই ভাবছিলাম এই সময় কিছু করতে পারলে ভাল হতো। তাই যখন দেখি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর দেরি না করে সেই টাকা পাঠিয়ে দিলাম রাজ্যের করোনা মোকাবিলার তহবিলে। আমি চাই, এরকম পরিস্থিতিতে সকলে এগিয়ে আসুক। সাহায্যের হাত বাড়িয়ে দিক। একসঙ্গে করি করোনা মোকাবিলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে আবেদন করেছিলেন এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় সকলকে এগিয়ে আসার জন্য। এই সময় কেউ ৫টাকা দান করতে চাইলে তা সসম্মানে গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে কয়েকদিন ধরেই কেন্দ্রীয় জিরো ব্যালান্স অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফে ৫০০ টাকা ঢুকতে শুরু করেছে। আর এই টাকা আসে অষ্টম শ্রেণীর ছাত্রী খুশি সূত্রধরের অ্যাকাউন্টেও। সময় নষ্ট না করে সেই টাকা রাজ্যের করোনা মোকাবিলায় ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি রিলিফ ফান্ডে জমা করে দিল খুশি।