করোনার কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব। এদেশেও আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে । মৃত প্রায় ১৬৬। করোনা ঠেকাতে লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের থেকে ছড়ায় সংক্রমণ। সেই সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লকডাউনের মেয়াদ আরও বাডার আশঙ্কা করছে বিভিন্ন রাজনৈতিক মহল। এই অববস্থায় দেশ জুড়ে তেলের চাহিদা কমছে ব্যপক হারে।
আজ বৃহস্পতিবার লকডাউনের সবে ১৬ দিন। এর মধ্যেই দেশে তেলের চাহিদা কমেছে ৭০ শতাংশ । ভারতে তেলের চাহিদা বিশ্বে তৃতীয়। কিন্তু এখন রাস্তায় গাড়িঘোড়া নেই, বন্ধ কলকারখানাও। ফলে স্বাভাবিকভাবেই তেলের বাজার তলানিতে। উৎপাদন যথেষ্ট কমিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না তেল কোম্পানিগুলি। লকডাউন যদি আরও বাড়ে তাহলে এই ক্ষতি সামাল দেওয়া আরও মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে। ব্লুমবার্গের হিসাব মতো ভারতে এখন প্রতিদিন ৩১ লক্ষ ব্যারেল তেল কম ব্যবহার হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত তৈল শোধনাগারগুলির মধ্যে বৃহত্তম সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেন, ‘সাধারণত আমাদের যে চাহিদা থাকে, এখন তার থেকে ৩০-৪০ শতাংশ কম আছে।’ তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়েছে, দেশে জ্বালানির চাহিদা কমেছে ৯০ শতাংশ।