কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের দেখা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের নাম ভিভিয়ান রিচার্ডস। কিন্তু ওয়ার্নের সেই তালিকায় নাম করে নিয়েছেন বিরাট কোহলিও। এ কথা বলছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন নিজেই।
ইনস্টাগ্রামে ওয়ার্ন বলেছেন, ‘‘আমার দেখা সেরা ব্যাটসম্যানের নাম হল ভিভ রিচার্ডস। আর আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সেরা দুই ব্যাটসম্যানের নাম শচীন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা। আর এখন সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিরাট কোহলিকে সেরা বলা ছাড়া কোনও উপায় নেই। ভিভের চেয়ে কেউ ভাল ব্যাট করতে পারে, এটা ভাবা সত্যিই খুব কঠিন। কিন্তু বিরাট এখন এই আলোচনায় জায়গা করে নিয়েছে।’’
শুধু ভারতীয় অধিনায়ক নন তার সঙ্গে স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকেও রেখেছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন। পাশাপাশি এও জানিয়েছেন, এখন তাঁর সব চেয়ে পছন্দের অস্ট্রেলীয় ব্যাটসম্যান হলেন স্মিথ। ওয়ার্নের কথায়, ‘‘স্মিথই এখন আমার সব চেয়ে পছন্দের ব্যাটসম্যান। কী মানসিক কাঠিন্য! তবে ডেভিড ওয়ার্নারের খেলা দেখতেও খুব ভাল লাগে।’’