এই দুঃসময়ে আর্থিক সমস্যায় বিপর্যস্ত ভারতীয় মহিলা ফুটবল দলের ডিফেন্ডার পলি কোলে। তাকে সাহায্য করতে এগিয়ে এলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মঙ্গলবার সিঙ্গুরে পলির বাড়িতে এক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন। প্রতিশ্রুতি দেন, যা যা করার তিনি করবেন।
লকডাউনের ফলে সপ্তাহ দু’য়েক ধরে ভাত-ডাল-আলুসেদ্ধ খেয়েই দিন কাটছে পলির পরিবারের। মাছ, মাংস-সহ অন্যান্য পুষ্টিকর খাবার কেনার মতো আর্থিক সামর্থ নেই জাতীয় দলের ডিফেন্ডারের। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনুশীলন বন্ধ করেননি। এই খবর সমন্ধে অবগত হবার পর তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন লক্ষ্মী।
লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘‘ভারতীয় দলের এক জন ফুটবলার এ রকম কষ্টের মধ্যে রয়েছেন, শুনেই খুব মন খারাপ হয়ে গিয়েছিল। পলির যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য যা যা করা দরকার, সবই করব।’’
আর পলি জানান, ‘‘লক্ষ্মী স্যরের ঋণ আমি কোনও দিন শোধ করতে পারব না। আমার দাদা দিনমজুর। লকডাউনের ফলে কাজ করতে যেতে পারছে না। আমি এখনও চাকরি পাইনি। তার উপরে মাছ, মাংস ও ফলের দাম এত বেড়ে গিয়েছে, কেনার ক্ষমতা নেই। ভাত-ডাল-আলুসেদ্ধ খেয়েই দিন কাটছিল আমাদের। আমার সব কথা মন দিয়ে শুনে চিন্তা করতে বারণ করেছেন লক্ষ্মী স্যর। জুতো কিনতেও বারণ করে দিয়েছেন। বলেছেন, যখন যা জুতো লাগবে উনি আমাকে দেবেন।’’