ফের মধ্যবিত্তের উপর কোপ বসাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করল ২.৭৫ শতাংশ। আগে এই সুদের হার ছিল ৩ শতাংশ। করোনার আবহে আগেই কমেছে স্বল্প সঞ্চয়ে সুদের হার। এবার কমল সেভিংস অ্যাকাউন্টের সুদও।
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে এই নতুন হারে সুদ ধার্য হবে। ফলে সেদিন থেকেই আরও কম টাকা পাবেন জনগণ। সেভিংস ডিপোজিট রেটের পাশাপাশি মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-ও কমাচ্ছে এসবিআই। যে কোনও মেয়াদে সুদের হার কমছে ৩৫ বেসিস পয়েন্ট। এই নতুন হার কার্যকর হবে ১০ এপ্রিল থেকে।
এসবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, এক বছর মেয়াদের এমসিএলআর ৭.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৭.৪ শতাংশ। বাকি মেয়াদের ক্ষেত্রেও সেটা হবে। উল্লেখ্য, এর আগে ঋণের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছিল এসবিআই, আর এবার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কমানো হল। ফলে বলাই যায়, এই করোনার আবহে আচ্ছে দিন সত্যিই দূরঅস্ত।
তবে সব বিশেষজ্ঞই বলছেন, বাজারের অনিশ্চয়তা কেটেছে, এ কথা বলার সময় আসেনি। তাঁদের মতে, করোনার প্রকোপে গোটা বিশ্বে আর্থিক কর্মকাণ্ড কার্যত স্তব্ধ। ভারতেরও একই দশা। আগে অর্থনীতির ঝিমুনি আর এখন ভাইরাস, দুইয়ের জেরে বেকারত্ব চড়ছেই। ফলে করোনা আতঙ্ক কেটে যাওয়ার পরে অর্থনীতির চেহারাটা ঠিক কী হবে বলা যাচ্ছে না। যার ছায়া বাজারে বহাল থাকারই আশঙ্কা।