বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনেক স্মরণীয় লড়াই বাইশ গজে দেখা গিয়েছে। যেখানে একটা সময় উগ্র স্লেজিং নজরে পড়লেও ইদানীং তা সে রকম দেখা যায়নি। আইপিএলে মোটা অঙ্কের চুক্তি পাওয়ার আকর্ষণে বিরাট কোহালি এবং তাঁর দলের ক্রিকেটারদের ‘স্লেজ’ করতে ভয় পেতেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিস্ফোরক এই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
মঙ্গলবার নিজের দেশের এক রেডিয়ো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক ক্লার্ক বলেছেন, ‘‘খেলাটার আর্থিক দিক দেখলে ভারত কতটা শক্তিশালী, সেটা সবাই জানে। সেটা আন্তর্জাতিক ক্রিকেটের প্রেক্ষাপটেই হোক বা আইপিএলের কারণে ভারতের ঘরোয়া ক্রিকেটের জন্যই হোক।’’
এর পরেই ক্লার্ক বলেন, ‘‘আমার মনে হয়েছে, অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটা দলের ক্রিকেটাররা কিছুটা সময়ের জন্য কোহালি এবং ওর দলের ছেলেদের স্লেজ করতে ভয় পেত। ওরা জানত এপ্রিলে (আইপিএলে) ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলতে হবে। ভারতের ঘরোয়া লিগের আকর্ষণ ওরা এড়াতে পারত না।’’