সৌরভ-শচীনের পর এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন আরও একজন প্রাক্তন ক্রিকেটার। তিনি সুনীল গাভাস্কার। করোনা যুদ্ধে তিনি মোট ৫৯ লক্ষ টাকা দান করেছেন। প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন ৩৫ লক্ষ টাকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে দিয়েছেন ২৪ লক্ষ টাকা। তবে গাভাস্কার নিজে অবশ্য এই টাকা দেওয়ার খবর প্রচারে আনেননি। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক অমল মজুমদার এ নিয়ে একটি টুইট করেন। সেখান থেকেই খবর সামনে আসে।
কিন্তু কেন এই ৩৫ আর ২৪ এর ভাগ? সেই ব্যাখ্যা দিয়েছেন তাঁর ছেলে রোহন গাভাস্কার। তিনি বলেন, ‘গত সপ্তাহেই এই আর্থিক সাহায্য করা হয়েছে। আসলে বাবা দেশের হয়ে ৩৫ সেঞ্চুরি করেছেন। তাই ৩৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হয়েছে। আবার ২৪ টি সেঞ্চুরি করেছিলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে দিয়েছেন ২৪ লক্ষ।’
এদিকে, লক ডাউনের মধ্যেই নিজের কলামে তিনি একটি ঘটনার মাধ্যমে ভারতীয় টিমের সাফল্যের রহস্য ফাঁস করেছেন। গাভাস্কার বলেন, ‘ভারতীয় টিম যখন বিমানে এক জায়গা থেকে আর এক জায়গায় খেলতে যায় বা বিদেশে যায়, তখন কোচ-ক্যাপ্টেন বা ম্যানেজার ক্রিকেটাররা বিজনেস ক্লাসের সিট পান। আবার সেই সব চাটার্ড বিমানে টিভি সম্প্রচারের প্রতিনিধিরাও যান ভারতীয় টিমের সঙ্গে। কিন্তু আমি বহুবার দেখেছি, ধোনি নিজের বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিয়েছে ওঁদের জন্য। আর নিজে বসে থাকত ইকনমি ক্লাসে। ঠিক এই জিনিস বিরাট কোহলিও করেন। তবে একটু অন্য ভাবে। বিরাট নিজের আসন ছেড়ে দেন সেই বোলারকে আগের ম্যাচে যে জেতাতে সাহায্য করেছেন।’ গাভাস্কারে বক্তব্য, ‘এমনই ছোট ছোট ঘটনা টিম স্পিরিট অনেকাংশে বাড়িয়ে দেয়।’