এ যেন মগের মুলুক! এর আগে হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানি বন্ধ নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার চীনের তাবেদারি করার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) দেওয়া সাহায্য বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মহামারির আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) চীনকে আড়াল করার চেষ্টা করছে! এমনই বিস্ফোরক অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতির মাঝেই চীন-আমেরিকা টক্কর চলছে। মৃত্যুর সংখ্যার নিরিখে চীনকে টেক্কা দিয়েছে আমেরিকা। আর চীনের সঙ্গে মার্কিন মুলুকের কূটনৈতিক টানাপড়েন চলছেই। এর আগে একাধিকবার ট্রাম্প অভিযোগ করেছেন, করোনার প্রকোপ সংক্রান্ত তথ্য গোপন করছে চীন। আর এবার তাঁর বিস্ফোরক অভিযোগ, করোনায় আক্রান্ত ও মৃতের যে সংখ্যা দেখাচ্ছে চীন, তাতে গলদ আছে। আসল তথ্য চেপে গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে তারা। নিজেদের দেশে ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা লঘু করে দেখানোর চেষ্টা করছে। সংক্রমণ থেমে যাওয়ার যে দাবি তারা করেছে সেটাও সত্যি নয়। চীনের সঙ্গে মিলে গিয়েছে হু-ও। চীনের অনৈতিক কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মদত আছে বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় ওরা অনেকটা চীনের দিকে ঝুঁকে আছে। চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে। এটা ঠিক নয়। আমরা ওদের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছি। আমি বলছি না যে, এখনই পুরোপুরি বন্ধ করে দেব সাহায্য দেওয়া। তবে, ওদের সাহায্য দেওয়া কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে ভাবনা শুরু করছি।’ ট্রাম্পের অভিযোগ হু করোনা সম্পর্কে আমেরিকাকে ভুল পরামর্শ দিয়েছিন। ট্রাম্প বলনে, ‘ওরা আমাকে চীনের জন্য আমারিকার রাস্তা খোলা রাখার পরামর্শ দিয়েছিল। সৌভাগ্যবশত আমি সেই পরামর্শ মানিনি।’