মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রিন্স চার্লস। তাকে নাকি সারিয়ে তুলেছিল আয়ুর্বেদ! এমনই দাবি করেছিলেন ভারতের কেন্দ্রীয় আয়ুস প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। ব্রিটিশ পরিবারের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু নিজের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। তিনি এখনো মনে করেন করোনাভাইরাস আটকাতে সক্ষম আয়ুর্বেদ।
ভারতীয় মন্ত্রীর এই আজব দাবি একেবারে মিথ্যা বলে জানিয়েছে ব্রিটিশ রাজ পরিবার। প্রিন্স চার্লসের মুখপাত্র এলা লিঞ্চ জানিয়েছেন, ‘এই কথাটি একেবারেই ভুল। প্রিন্স চার্লস ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তারদের চিকিৎসার ফলেই সুস্থ্য হয়ে উঠেছেন, আর অন্য কিছুর জন্য নয়।’
তবুও করোনা ভাইরাসের চিকিৎসা আয়ুর্বেদ দ্বারাই সম্ভব এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো একবার প্রিন্স চার্লসকে নিয়ে মন্তব্য করেন। নিজের দাবিতে এখনও অনড় থেকে তিনি বলেন, রাজ পরিবারের তরফে এবং স্বয়ং প্রিন্স চার্লসের তরফে আয়ুর্বেদের তথ্য অস্বীকার করা হয়েছে মানে তাঁদের নিশ্চয়ই কোন সমস্যা রয়েছে। আয়ুর্বেদের অস্তিত্ব তাঁরা মানতে চাইছেন না।
এই প্রেক্ষিতেই মন্ত্রী দাবি করেন, ‘আমি ডাঃ আইস্যাক মাথাইয়ের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলাম। উনি বেঙ্গালুরুতে সৌক্য আয়ুর্বেদ রিসর্ট চালান। উনিই আমাকে জানিয়েছেন যে তার বলে দেওয়া আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই প্রিন্স চার্লস করোনা মুক্ত হয়েছেন।