গত পরশু ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার একদিন পার করতেই প্রেসিডেন্টের হুঁশিয়ারি আজ নরম হয়ে গেল। বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে দাঁড়িয়ে এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোঅক্সিক্লোরোকুইন রফতানির বিষয়ে ভারতের সিদ্ধান্তের প্রশংসা করেন। একই সঙ্গে বাহবা জানান করোনা মোকাবিলায় ভারতের ভূমিকারও।
ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কয়েক লাখ ডোজ কিনেছি। তা প্রায় ২৯ মিলিয়নের বেশি তো হবেই। আর এর বেশিরভাগটাই আসে ভারত থেকে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে জিজ্ঞাসা করেছি রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা ওঠাবেন কি না। উনি সত্যিই খুব ভালো। কী জানেন তো ভারত রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের আক্রান্তদের চিকিৎসার কথা মাথায় রেখে।’
আমেরিকার এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘চীনের সঙ্গে আমাদের তুলনা করা হোক এটা আমরা কখনোই চাই না। সারা বিশ্ব এখন প্যানডেমিকের কবলে। এমন সময়ে আমাদের কর্তব্য থেকে যায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দেশের প্রতি যারা ভারতীয় ওষুধের উপর নির্ভরশীল।’ তবে একদিকে যখন হাইড্রোঅক্সিক্লোরোকুইন নিয়ে ভারতের সিদ্ধান্তের প্রশংসা করেছেন ট্রাম্প, সেখানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে হু।