সাংসদ তহবিলকে অস্থায়ী ভাবে স্থগিত করার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও খামখেয়ালি’ বলে কটাক্ষ করল তৃণমূল। তাদের মতে এর ফলে সাংসদরা নিজেদের এলাকার উন্নয়নমূলক কাজ করতে বাধাপ্রাপ্ত হবেন।
তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত দলের সঙ্গে আলোচনা করেনি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘সাংসদ তহবিলকে স্থগিত রাখার এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ও খামখেয়ালি। আমরা এর বিরোধিতা করছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত সাংসদদের তরফে, সকলের সঙ্গে এবিষয়ে আলোচনা না করেই।’
তিনি আরও দাবি করেন, এর ফলে সাংসদরা নিজেদের এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবেন না।
সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, তারা সিদ্ধান্ত নিয়েছে দু’বছরের জন্য সাংসদ তহবিল স্থগিত রাখার এবং সেই তহবিলের সমস্ত টাকা সরকারের তহবিলে জমা করা হবে। ২০২০-২১ ও ২০২১-২২ এই দুই বছরের জন্য ওই তহবিলের ৭৯০০ কোটি টাকা তহবিলে জমা করা হয়েছে। পাশাপাশি সমস্ত সাংসদরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের বেতন থেকে ৩০ শতাংশ কাটছাঁট করার। বাকি টাকা জমা পড়বে প্রধানমন্ত্রীর তহবিলে। এপ্রসঙ্গে সৌগত রায়ের বক্তব্য, ‘আমাদের এই নিয়ে কিছু বলার নেই।’