বিশ্বের অধিকাংশ দেশ ভাইরাস আতঙ্কে এখন ত্রস্ত হয়ে রয়েছে। ভারতে যে এর প্রকোপ কম তা একেবারেই নয়। মুহূর্তের মধ্যেই বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এরই মাঝে কার্যত বিরল ঘটনা শহরে। মিষ্টির দোকানে মিলছে করোনা ভাইরাস সন্দেশের!
এই কেক বা সন্দেশ একেবারেই বিক্রির জন্য তৈরি করা হয়নি। এগুলি মিষ্টির দোকানে রাখা হয়েছে শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য। মিষ্টি কিনতে আসা মানুষ যাতে এগুলি দেখে ভাইরাস সম্পর্কে জানতে পারেন এবং সচেতন হতে পারেন তার জন্যই এই প্রচেষ্টা।
কলকাতার এক বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী তাদের দোকানে এনেছেন ‘করোনা সন্দেশ’ এবং ‘করোনা কেক’! অন্যান্য মিষ্টি বিক্রির সময় এই দুটি মিষ্টিকে তাদের সঙ্গেই রাখা হচ্ছে আউটলেটগুলিতে। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই যে, এই মিষ্টি গুলি বিক্রির জন্য নয়।