নিজামুদ্দিনের জমায়েত নিয়ে এমনিতেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। এবার জানলা থেকে জামা ঝুলিয়ে হাসপাতাল থেকে পালাল ২ জামাত সদস্য।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জানলায় নিজের জামা বেঁধে জানলার কাচ ভেঙে সেই জামা বেয়ে নীচে নেমে চম্পট দিলেন করোনা আক্রান্ত রোগী। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এই করোনা আক্রান্ত বছর ৬০-এর প্রৌঢ় ফিরেছিলেন দিল্লীর নিজামুদ্দিন এলাকার তবলিঘ-ই-জামাত থেকে। মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উত্তরপ্রদেশের ওই হাসপাতালের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা আর কে ট্যান্ডন গোটা ঘটনায় বিস্মিত। তিনি জানিয়েছেন, পালিয়ে যাওয়া রোগী সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করতেন। কাউকে কখনও বিরক্ত করেননি। ওষুধে কাজও হচ্ছিল তাঁর। কেন পালালেন কে জানে!