লক ডাউনের মধ্যেই গতকাল ঘরোয়াভাবে নিজের ৬৪তম জন্মদিন পালন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। এই বিশেষ দিনে ভারতীয় ক্রিকেটের ‘কর্নেল’ জানিয়ে দিলেন, তাঁর জীবনে কোনও আক্ষেপ নেই। টানা ১৬ বছর দেশের হয়ে খেলাই তাঁর কাছে সব চেয়ে গর্বের।
এ দিন এক সংবাদ সংস্থাকে বেঙ্গসরকার বলেছেন, ‘যখন জীবনের দিকে ফিরে তাকাই, তখন আর কোনও আক্ষেপ থাকে না। দেশের হয়ে ১১৬টি টেস্ট খেলার মতো প্রাপ্তি আর কীই বা হতে পারে। তার সঙ্গেই যোগ করে নিন ১২৯টি ওয়ান ডে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জিতেছি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছি। দেশকে নেতৃত্ব দিয়েছি। একজন ক্রিকেটারের জীবনে এর থেকে বেশি আর কি চাই?’
প্রসঙ্গত, লর্ডসে তিনটি টেস্ট সেঞ্চুরি আছে তাঁর। কোনও বিদেশি ব্যাটসম্যান হিসেবে যা সর্বাধিক। যে কারণে তাঁকে ‘লর্ডসের লর্ড’ বলা হয়ে থাকে। কিন্তু তাঁর কি মনে হয় যে, তিনি ঠিক মতো প্রচার পাননি? বেঙ্গসরকারের কথায়, ‘প্রাপ্তি অথবা প্রচার নিয়ে কখনও ভাবিনি। দেশের হয়ে খেলেছি। প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করেছি। তাই প্রত্যেক ক্রিকেটারকে অনুরোধ করব, শুধু নিজের ক্রিকেটে মন দাও। প্রাপ্তি, জনপ্রিয়তা তো আমাদের হাতে থাকে না। আমাদের আয়ত্তে যা আছে, সেটাই ঠিকঠাক করতে হবে।’