সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। মুম্বই বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং না করানো, ঘোরার সব তথ্য (ট্রাভেল হিস্ট্রি) গোপন করা এসব তো ছিলই উপরন্তু, কোনও নিষেধাজ্ঞা না মেনেই যোগ দিয়েছিলেন পরপর একাধিক পার্টিতে। যে পার্টিতে উপস্থিত ছিলেন তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য তারকারা। তবে তার পরপরই তাঁর ভাইরাস রিপোর্ট পজিটিভ আসতেই গোটা দেশের করোনা আতঙ্ক একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। অবশেষে নেগেটিভ হলেন তিনি। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত ৯ মার্চ লন্ডল থেকে মুম্বইতে ফেরেন কণিকা কাপুর। ১১ মার্চ মুম্বই থেকে লখনউতে এসে হাজির হন। লখনউতে হাজির হওয়ার পর ১৩, ১৪ এবং ১৫ মার্চ পার্টি করেন। ১৩ এবং ১৪ মার্চে প্রাইভেট পার্টিতে হাজির হন কণিকা। বন্ধুদের নিয়েই ওই পার্টি করেন গায়িকা। এরপর ১৫ মার্চ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, দুষ্মন্ত, উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং-সহ একাধিক হাই প্রোফাইল অতিথি সেখানে হাজির হন। কিন্তু তারপরই জানা যায়, কণিকা করোনা পজিটিভ। শুধু তাই নয়। টানা পঞ্চমবার পজেটিভ হয়েছিলেন এই গায়িকা। তবে এবার ষষ্ঠ ভাইরাস টেস্টে নেগেটিভ রিপোর্ট এল কণিকার। সূত্রের খবর সেই রিপোর্ট আসার পরেই এদিন লখনউ-র হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তবে জানা গিয়েছে বাড়ি ফেরানোর আগে কণিকার পরপর দুবার টেস্ট করা হয়। দুবারই নেগেটিভ আসে।