তিনি মাঠে নামেন জেতার জন্যে। তার পায়ের জাদুতে বল কথা বলে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাধিক রেকর্ড যার ঝুলিতে। এবার সিআরসেভেনের মুকুটে নয়া পালক। বিলিয়নিয়ার হতে চলেছেন তিনি।
এক বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬৪২ কোটি টাকা। ক্রীড়াবিদদের মধ্যে গলফার টাইগার উডস ও বক্সার ফ্লয়েড মেওয়েদারের কাছেই রয়েছে এই পরিমাণ অর্থ। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পরিসংখ্যান বলছে, চলতি বছরেই বিলিয়নিয়ার তকমা পাবেন পর্তুগিজ মহাতারকাটি। বলাই বাহুল্য, ফুটবলার হিসেবে তিনিই প্রথম এই শিরোপা অর্জন করবেন।
বিজ্ঞাপন ও স্পনসরশিপে সিআরসেভেনই সর্বোত্তম। বিশ্বের অন্যতম নামী সংস্থা নাইকের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তিনি। পাশাপাশি একাধিক বিজ্ঞাপন সংস্থা থেকে সব মিলিয়ে বার্ষিক ৩৬ মিলিয়ন ইউরো অর্থ তাঁর ভাঁড়ারে ঢোকে। জুভেন্তাসের সঙ্গে চুক্তি অনুসারে বার্ষিক ৫৩ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেয়ে থাকেন রোনাল্ডো। এছাড়া অনান্য কার্যকলাপ থেকে বার্ষিক ১০০ মিলিয়ন ইউরো আয় রয়েছে তাঁর। করোনার প্রভাবে জুভেন্তাসের আর্থিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় চার মাসের বেতন ক্লাবকে দিয়েছেন রোনাল্ডো। তবু বিলিয়নিয়ারের তকমা পেতে তাঁর অসুবিধা হবে না।