করোনার জেরে হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় বহু মার্কিন নাগরিক আটকে পড়ে ছিলেন এদেশে। বন্ধ হয়ে যায় সমস্ত আন্তর্জাতিক উড়ান। কোনও ভাবেই তারা দেশে ফিরতে পারছিলেন না। কোনও উপায় না পেয়ে তারা অনেকেই মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। মার্কিন দূতাবাস এরপর ভারত সরকারকে বিষয়টি জানায়। এরপর ভারত সরকার উদ্যোগী হয় মার্কিন নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে দিতে। সেই মতো রবিবার রাতে বিমানটি আমেরিকার উদ্দেশে রওনা দিল কলকাতা থেকে।
রবিবার রাতে ভারতে আটকে পড়া ওই ১৫০ জন মার্কিন নাগরিককে নিয়ে আমেরিকায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে মোট ১৫০ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানটি উড়ে যায়।
এরপর ওই বিমানের গন্তব্যস্থল দিল্লি। সেখান থেকেও কিছু যাত্রীকে নিয়ে ওই বিমানটি উড়ে যাবে আমেরিকার উদ্দেশে। করোনার জেরে হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় বহু মার্কিন নাগরিক আটকে পড়ে ছিলেন এদেশে।