লকডাউনের জেরে রাস্তায় যানচলাচল বন্ধ। কিন্তু উত্তর কলকাতার রাস্তায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটি অটো। না, পুলিসের চোখের সামনে দিয়ে ঘুরলেও, সেই অটোকে আটকাচ্ছে না কেউই। তাতে লালবাতি লাগানো নেই, নেই এমার্জেন্সি স্টিকারও। কিন্তু ওই অটোতেই ঘুরে বেড়াচ্ছে মন্ত্রী শশী পাঁজা। দুঃস্থদের চাল ডাল বিতরণ করছেন তিনি এবং তা নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই।
মন্ত্রীর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হেঁটে মানুষের সেবা করে যাচ্ছেন। দিনরাত এক করে খাটছেন। আমি তো তাও অটো করে ঘুরছি।”
তাঁর কথায়, আমজনতা সামাজিক দূরত্ব বজায় রাখুক। তাঁদের অন্ন সংস্থানের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। অন্ততপক্ষে দুঃস্থ পরিবারগুলো যাতে এই দুঃসময়ে খেয়েপড়ে বাঁচে।
উত্তর কলকাতার অলিগলিতে অটো করেই ঘুরে বেড়াচ্ছেন শশী। মানুষ কেমন আছে, তাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে কিনা তা সরেজমিনে দেখে নিচ্ছেন তিনি।