বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন চহাল। বিশ্ব দাবা ফেডারেশনের ওয়েবসাইটেও নথিভুক্ত আছেন তিনি। কিন্তু, দাবা ছেড়ে কেন ক্রিকেট বেছে নিলেন। অনূর্ধ্ব-১২ দাবায় জাতীয় চ্যাম্পিয়নও হয়েছিলেন।
চহালের মতে, ক্রিকেট মাঠে শান্ত থাকার শিক্ষা তিনি পেয়েছেন দাবা থেকেই। চহাল বলেছেন, “টেস্টে এমন হয় যে ভাল বল করেও সারাদিনে উইকেট মিলল না। কিন্তু পরের দিন ফিরে আসার সুযোগ থাকে। তাই ধৈর্য ধরতে হয়। সেই ব্যাপারে দাবা অনেক সাহায্য করেছে। ধৈর্য ধরে কী ভাবে ব্যাটসম্যানকে আউট করতে হয়, সেই শিক্ষা পেয়েছি।”
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার চহাল। কিন্তু, করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে সারা দেশে। চহাল তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বলেছেন, “এমনিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ মেলে না। অনেক বছর পর বাড়িতে রয়েছি। তাই পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি। এটা নতুন অভিজ্ঞতা”।