করোনা ভাইরাসের জেরে লকডাউনের প্রভাব পড়েছে খেলাতে। সব খেলাই বন্ধ। মেয়েদের ফুটবল লিগ থেমে রয়েছে। এই অবস্থায় কলকাতা এবং রাজ্য পুলিশের নানা বিভাগে কর্মরত মহিলা ফুটবলার, ভলিবলার বা অন্য খেলোয়াড়দের দেখা যাচ্ছে রাস্তায়। করোনা মোকাবিলার জন্য নানা কাজে।
বারাসতের জুঁই চন্দ্র সিভিক ভলিন্টিয়ার। বাংলার হয়ে এক সময় দাপিয়ে ফুটবল খেলা জুঁই বলছিলেন, ‘‘কেউ খাবার পাচ্ছেন না জানলেই থানা থেকে পাঠানো হচ্ছে চাল, ডাল, আলুর প্যাকেট দিয়ে। সেগুলো আমরা বাড়ি খুঁজে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি ডিউটিতে আসার সময় কারও খোঁজ পেলে তা জানাচ্ছি থানায়। তার পরে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছি।’’
একই থানায় কর্মরত ভলিবলার মান্তু পোদ্দার। নাগরিকদের ঘরবন্দি করতে মাইক নিয়ে প্রচারেও যাচ্ছেন তিনি। মান্তু নিজে ভ্যানে বসে অনুরোধ করছেন সরকারি নিয়ম মানার জন্য। বলছিলেন, ‘‘খেলার বাইরে এটা করতে ভাল লাগছে।’’
বাংলা দলের প্রাক্তন ফুটবলার অরুন্ধতী পথশিশুদের ফুটবল শেখানোর দায়িত্বে। বাংলার আর এক নামী ফুটবলার কুসুমিতা বলছিলেন, ‘‘খেলা তো এখন নেই। সমাজের জন্য এই কাজটা করতে ভালই লাগছে।’’