দিনকয়েক ধরেই আরও খারাপ হচ্ছিল পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আক্রান্ত এবং মৃতের সংখ্যা। যার জেরে এবার দেশে এবার করোনায় মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়ে গেল। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯। এক দিনে নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের।
অন্য দিকে, করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে রয়েছে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৬৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। তবে এই প্রতিবেদন লিখতে লিখতেই তা ঠেকেছে ৪২৯৮-তে। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০০-র অধিক মানুষ। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, বাংলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০। মৃতের সংখ্যা ৩।
আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯০। গত ১৫ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যে। নতুন আক্রান্তের সংখ্যা ২০০। মৃত্যুর নিরিখেও শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৫৭১ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লী। সেখানে মোট আক্রান্ত ৫০৩ জন, মৃত ৭।