গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাংলায় নতুন করে ১১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে রাজ্যে মৃতের সংখ্যা আর বাড়েনি বলেই জানিয়ে দিয়েছে নবান্ন। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছ’জন উত্তরবঙ্গের একই পরিবারের বাসিন্দা। বাকি পাঁচ জন রাজ্যের বিভিন্ন জায়গায় থাকেন। বাংলায় ৪৯টি সক্রিয় করোনা কেস রয়েছে। মৃতের সংখ্যা তিনই রয়েছে। অন্য অসুখে চার জন মারা গিয়েছেন।’
তবে এর মধ্যেই দেখা যাচ্ছে আশার আলো। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন চার জনের দ্বিতীয় দফার নমুনা নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে শনিবার। এই চার জন হলেন, রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত, তাঁর সংস্পর্শে আসা পরিচারক, আলিপুরের বাসিন্দা এক মহিলা এবং এগরা যোগে আক্রান্ত বৃদ্ধা। এ ছাড়া, তেহট্টের একই পরিবারের পাঁচ জনের মধ্যে তিন জনের দ্বিতীয় দফার নমুনা নেগেটিভ এসেছে। কিন্তু ওই পরিবারের ন’মাসের শিশু এবং ১১ বছরের এক বালক এখনও আক্রান্ত, তাই তাঁদের ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। এ দিন পাঁচ জন আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠিয়েছেন বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ।
এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞ কমিটির সদস্য-চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানান, সুস্থ হয়ে ওঠার নিরিখে রাজ্যের অবস্থা ভাল। তাঁর কথায়, ‘আইডি হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মাত্র দু’জনের চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের অসুবিধা হয়েছিল। তবে তাঁদেরও অন্য অসুখ ছিল। বাকিরা সুস্থ হয়ে ওঠার পথে। এই মুহূর্তে চিকিৎসাধীন কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।’ একই সঙ্গে চিকিৎসাধীনদের ক্ষেত্রে কোনও বিশেষ ওষুধ প্রয়োগ করতে হয়নি বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘যদিও খুব কম দিনের অভিজ্ঞতা। তবে সামগ্রিক ভাবে ছবিটা আশাব্যঞ্জক।’