‘অত্যন্ত লজ্জার বিষয়, এটা কলঙ্ক!’ এমনই প্রতিক্রিয়া ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর। করোনা-পরিস্থিতিতে উত্তর-পূর্বের নাগরিকদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এমনভাবেই সরব হলেন জনপ্রিয় ফুটবল তারকা।
‘একবার ভেবে দেখুন, এই ভাইরাসের উৎপত্তি যদি এমন এলাকা থেকে হত, যেখানকার বাসিন্দা আপনার মতো দেখতে, তবে? আপনি যদি ওই সময় অরুণাচল প্রদেশ, অসম বা সিকিমে চাকরি করতেন, কী করতেন তখন? আপনাকে যদি নিশানা করা হত?’ উত্তর-পূর্বের বাসিন্দার প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল অধিনায়কের কথায়, ‘যাঁরা এই কাজ করছেন, তাঁরা সত্যিই অজ্ঞ।’
প্রসঙ্গত, সম্প্রতি মাইসুরুতে এক মুদির দোকানে প্রবেশের সময় দু’জন নাগাল্যান্ডের পড়ুয়ার থেকে আধার কার্ড চাওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও করোনাভাইরাসের উৎপত্তি চিনের উহান শহরে হওয়ায় এদেশের উত্তর-পূর্বের নাগরিকদের ‘চীনা’ বলেও কটাক্ষ করার অভিযোগ এসেছে দেশের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে। দিল্লিতে উত্তর ভারতের এক তরুণীকে হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি।