কে সর্বকালের সেরা ফুটবলার? এটা বেছে নিতেই স্পেনের বিখ্যাত ক্রীড়াদৈনিক মার্কা তাঁদের পাঠকদের মধ্যে আয়োজন করেছিল একটি ভোটিংয়ের। আর সেই প্রতিযোগিতার ফাইনাল লড়াই হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মধ্যে। শেষ পর্যন্ত রোনাল্ডো ভোট পেলেন ৫৪ শতাংশ, মেসি ৪৬ শতাংশ। ফাইনালে রোনাল্ডো ভোট পান ২ লক্ষ ৪৬ হাজার এবং মেসি ভোট পান ২ লক্ষ ৯ হাজার।
প্রথমে ১৬ জন সর্বকালের অন্যতম সেরা তারকাদের নিয়ে শুরু হয়েছিল এই ভোটিং। শেষ ষোলো থেকে ফাইনালের দিকে এগিয়েছেন মেসি ও রোনাল্ডো। সিআর সেভেন পরপর হারান পাওলো মালদিনি (৭৩-২৭), জিনেদিন জিদান (৫৬-৪৪) এবং দিয়েগো মারাদোনাকে (৫৯-৪১)। মেসি শেষ ষোলোয় হারিয়েছিলেন ফেরেঙ্ক পুসকাসকে। ভোটিংয়ের ফল ছিল ৭৮-২২। শেষ আটে দে স্তেফানোকে (৩০) হারান মেসি (৭০)। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই হয় ব্রাজিলিয়ান রোনাল্ডো ও মেসির মধ্যে। শেষ পর্যন্ত মেসি সেটাতেও জেতেন ৫২-৪৮ ব্যবধানে।