সমাজ বদলের ডাক দিয়ে এবার বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসে (Forbes) নাম তুললেন দুই বাঙালি কন্যা। এশিয়ার মোট ৩০ জন সেরার মধ্যে নাম তুলেছেন রাবা খান এবং ইশরাত করিম নামে ওই দুই তরুণী। নতুন পথ উন্মোচনকারীদের তালিকা প্রকাশিত হয় বৃহস্পতিবার। সেই তালিকাতেই উঠে এসেছে বাংলাদেশের দুই তরুণীর নাম। রাবা খান এবং ইশরাত করিম নামে ওই দুই তরুণীর সঙ্গে তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন ভারতীয়র।
গণমাধ্যম, বিপণন এবং বিজ্ঞাপন শ্রেণি থেকে মনোনীত হন রাবা। প্রায় তিরিশ বছর বয়সি রাবা মূলত ইউটিউবার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন কৌতূকশিল্পীও বটে। তিনি মূলত ঝাকানাকা প্রজেক্টের জন্য ফোর্বসের এশিয়ার সেরা উদ্যোগপতিদের তালিকায় জায়গা দখল করেছেন রাবা। এই প্রজেক্টে তাঁকে এন্টারটেইনার হিসাবে উল্লেখ করা হয়েছে।
আরেক বাংলাদেশি তরুণী ইশরাত খানের নামও রয়েছে ফোর্বসের তালিকায়। তিনি সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগে মনোনীত হন। ইশরাত ছোট থেকে বিদেশে পড়াশোনা করেন। পড়া শেষের পরই নিজের দেশে ফিরে আসেন তিনি। ছোট থেকেই স্বপ্ন দেখতেন কিছু করার। সেই অনুযায়ী যৌথ উদ্যোগে আমাল ফাউন্ডেশন তৈরি করেন ইশরাত। তাঁর প্রতিষ্ঠান বর্তমানে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন রোধ নিয়ে কাজ করে।