করোনা ভাইরাসের ফলে দেশে এই মুহূর্তে যে অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়েছে তাকে দূর করতে আগামী রবিবার ঠিক রাত ৯ টায় সমগ্র দেশবাসীকে ঘরের সব আলো বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ভিডিওবার্তার পরেই টুইট করে প্রতিক্রিয়া দেন বিখ্যাত লেখক চেতন ভগত।
চেতন ভগতের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তিনি টুইটে কয়েকটি ইমোজি শেয়ার করেছেন। প্রথমে তিনি একটি ঘণ্টা বা ‘বেল’-এর ইমোজি শেয়ার করেন, তারপরে একটি তীরচিহ্ন এবং প্রদীপের ইমোজিও শেয়ার করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে ডাক্তার ও নার্সদের উৎসাহ বাড়াতে হাততালি দিয়ে বা থালা ও শাঁখ বাজানোর আবেদন করেছিলেন। এখন তিনি প্রদীপ জ্বালানোর অনুরোধ করেছেন। এই প্রসঙ্গেই চেতন ভগত অবশ্য তাঁর প্রতিক্রিয়া দেন।
শুক্রবার প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘লকডাউনের ফলে দেশে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব মানুষেরা। প্রচুর অভিবাসী শ্রমিক কাজ হারিয়েছেন। অনেকেই পড়ে রয়েছেন ভিন রাজ্যে, ফিরতে পারেননি বাড়িতে। তাদের সকলের মনোবল বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। রবিবার রাতে ৯ মিনিট আলো জ্বালিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমরা কেউ হেরে যাইনি। আমরা প্রত্যেকে বাড়িতে থেকেও আমরা কারোর থেকে বিচ্ছিন্ন নই। করোনা সঙ্কটের অন্ধকারকে চ্যালেঞ্জ করতে হবে, তাকে আলোর শক্তি দেখাতে হবে।’