সংক্রমণ নিয়ন্ত্রণের সরকারি সমস্ত চেষ্টা, এমনকী দেশজোড়া লকডাউন সত্বেও ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে লাইভ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আগামী ৫ এপ্রিল, রবিবার রাত ৯ টায় আপনাদের ৯ মিনিট আমি চাই। আপনারা ওইদিন রাতে ঘরের সব লাইট বন্ধ করে আপনারা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। মোদীর দাবি, এতে দেশে মহাশক্তির জাগরণ হবে।
প্রধানমন্ত্রীর এ হেন ভিডিও বার্তা শেষ হওয়ার পর মধ্যেই থেকেই হাসির বন্যা বইতে শুরু করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কে কী ভাবে মহাশক্তি জাগরিত করবেন তার মহড়া হিসেবে ইতিমধ্যেই টুইটার, ফেসবুকে ছড়িয়ে পড়েছে একাধিক মিম। তাতে যেমন রয়েছেন টুনি বাল্ব লাগানো জামা গায়ে দেওয়া ‘জাদুগর’-এর অমিতাভ বচ্চন, তেমনই রয়েছে আলো নেভানো ঘরে গ্যাসের ওভেনকে সাউন্ড মিক্সিংয়ের যন্ত্র বানিয়ে একদল তরুণের দেদার নাচ। তবে এমন হালকা চালের রসিকতার মধ্যেই এবার মোদীর দিকে ধেয়ে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের কটাক্ষ। টুইটারে তিনি লিখেছেন, ‘এমনিতে মোমবাতি জ্বালানোর চেয়ে নিজের হৃদয়ে আলো জ্বালান, তাতে দেশ আরও উন্নত হবে।’