শুক্রবার সকালে কলকাতার ময়দান চত্বরে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন ময়দান কর্মীদের হাতে মুদি ও বাজারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তিনি। সিএবি মিডিয়ার এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে সাংবাদিকদের।
করোনা মোকাবিলায় আগেই রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে ময়দানের দুই প্রধান ক্লাব ইষ্টবেঙ্গল ও মোহনবাগান। লাল-হলুদের পক্ষ থেকে ৩০ লক্ষ ও সবুজ-মেরুনের থেকে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে। ইস্টবেঙ্গল জানিয়েছে প্রয়োজনে আরও ১০ লক্ষ টাকা দেবে।
আজ সুজিতবাবু ৪০০ প্যাকেট নিয়ে এসেছিলেন ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের তুলে দেওয়ার জন্য। এক একটি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ১ কেজি ময়দা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম মুসুর ডাল ও ২৫০ মিলির সর্ষের তেলের পাউচ। এই উদ্যোগের জন্য সুজিতবাবুকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।