দেশজোড়া লকডাউনের আবহে রায়পুরে জন্ম নিল যমজ নবজাতক। একে করোনার আতঙ্ক অন্যদিকে লকডাউনের জেরবার দশায় এই দুই শিশুর নাম রাখা হল ‘করোনা’ ও ‘কোভিড’। এই নামদুটি শুনে মানুষের মনে ভয় জাগলেও রায়পুরের এই দম্পতি তাঁদের সন্তানদের এই নাম দিয়ে করোনাকে হারানোর কথা ভেবেছেন।
রায়পুরের এক দম্পতি তাদের এক ছেলে ও এক মেয়ের নাম রাখেন এই নামে। করোনা সংক্রমণের আতঙ্কের পরিবেশে এই দুই সন্তান আনন্দের জোয়ার এনেছে তাঁদের পরিবারে। তবে পরে যমজ সন্তানদের নাম পরিবর্তন করতে বাধ্য হন তাঁরা। মেয়ের নাম করোনার পরিবর্তে প্রীতি বর্মা রাখেন।
শিশুটির মা জানান,”২৭ মার্চ যেদিন এই দুই শিশুর জন্ম দেন তখন দেশ করোনার ত্রাসে বিদ্ধস্ত। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিই। দেশের সকলে যখন হাত স্যানিটাইজ করতে, নিজেদের নিজেদের অভ্যাস পরিবর্তনে ব্যস্ত তখন আমরা এই দুটো নাম রাখব বলেই স্থির করি। তবে হাসপাতালের সকলে ওদের করোনা ও কোভিড নামে ওদের ডাকতে শুরু করলে বুঝতে পারি মানুষের মনে থাকা করোনা সংক্রমণের ভয় বাচ্চাদের নামে প্রভাব ফেলতে পারে। তাই নাম দুটো পরিবর্তন করে দিই।”