দেশে লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত। লকডাউন ঘোষণার আগেই আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এবার ১৮টি বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। এই বিমানগুলিতে ভারতে আটকে থাকা জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড ও কানাডার নাগরিকদের ফেরত পাঠানো হবে।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব বনশল জানিয়েছেন, বিভিন্ন দেশের পক্ষ থেকে ভারতের কাছে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। তাতে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটি দেশের সঙ্গে এয়ার ইন্ডিয়া এই চুক্তি করেছে। এই ব্যবস্থায় জার্মানির জন্য ১০টি, কানাডার জন্য ৬টি, ফ্রান্সের জন্য ১টি এবং আয়ারল্যান্ডের জন্য ১টি বিমান যাবে। এই বিমানগুলিতে অন্য যাত্রী বা সামগ্রী যাবে না।
এয়ার ইন্ডিয়ার বিমান জার্মানদের পৌঁছে দেবে ফ্রাঙ্কফুর্টে এবং ফরাসিদের প্যারিসে। আয়ারল্যান্ড ও কানাডার নাগরিকদের পৌঁছে দেওয়া হবে লন্ডনে। সেখান থেকে বিমান বদলে তাঁরা নিজেদের দেশে যাবেন।