বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব ভুগছে। এর মারণ থাবা থেকে নিস্তার পায়নি ভারতবর্ষও। জারি হয়েছে ২১ দিনের লক ডাউন। তার মধ্যেই সবচেয়ে নিরাপদে বোধহয় দিন কাটছে গুজরাতের মত্স্যজীবীদের। কারণ মাটিতে নয়, সমুদ্রেই নিজেদের আলাদা করে রেখেছেন এঁরা।
সেখানেই দিন পনেরোর মতো খাবার-জল ও অন্য প্রয়োজনীয় জিনিস তাঁদের দিয়ে আসা হয়েছে। মাছ ধরার কাজ এখন সম্পূর্ণ বন্ধ আছে বলে জানানো হয়েছে। ট্রলারে কারোর সর্দি-কাশির কোনও লক্ষণ দেখা যায়নি বলে মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে।
জানা গেছে, দেশে লক ডাউন শুরু হওয়ার আগে একাধিক ট্রলারে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন গুজরাতের ৭৫,০০০ মত্স্যজীবী। লক ডাউন শুরুর পরে এদের ফেরালে সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে অত্যন্ত সমস্যা হত। তাই সমুদ্রেই এদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন মৎস্যজীবী সংগঠনের নেতারা। যদিও সমুদ্রের পাড় থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে ট্রলারগুলো।