দেশজোড়া লক ডাউনের আবহে নিজের বাড়িতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজে লেগে পড়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। জানা গেছে, নিজের ভাই বাংলার পেসার মহম্মদ কাইফকে একেবারে হাতে করে ঘষেমেজে নেওয়ার কাজটা করে চলেছেন শামি। শেষ মরসুমে বাংলার অনূর্ধ্ব ১৯ টিমে ছিলেন কাইফ। সিকে নাইডু ট্রফিতে ৬ ম্যাচে নিয়েছিলেন ২৮ উইকেট।
লক ডাউনের সময় এখন ঘরবন্দী সকলেই। কিন্তু মোরাদাবাদে থাকলে দুই ভাই এক সঙ্গে নেমে পড়েন প্র্যাক্টিসে। সাহসপুরের গ্রামে নিজে উইকেট বানিয়েছেন শামি। সেখানে ভাইকে নিয়ে পড়ে থাকেন। তাঁর সাফ কথা, ‘শুধু ট্যালেন্ট থাকলেই হবে না, পেশাদারি মানসিকতা থাকবে হবে। স্কিলের সঙ্গে প্রপার ট্রেনিং, স্ট্রেংথ, ফিটনেস এগুলো না থাকলে সারভাইভ করা মুশকিল। কাইফকে সেগুলোই মনে করিয়ে দিই বারবার।’
মোরাদাবাদের বাড়ি থেকে ফোনে শামি বললেন, ‘এমনিতে খুব একটা বাড়িতে থাকার সুযোগ হয় না। তা ছাড়া কাইফ খেলে কলকাতায়। দু’জনের খুব একটা দেখাও হয় না। এখন দুই ভাই এক সঙ্গে মোরাদাবাদে আছি। তাই কাইফকে কাছ থেকে অনেক কিছুই বোঝাতে পারছি।’ কাইফ এমনিতে কম কথা বলেন। দাদার উপর তাঁর ষোলো আনা ভরসা। নিজে কিছু বলতে চান না। শামি মজা করে শোনালেন, ‘দাদার কাছে কিন্তু প্রচুর ধমক খেতে হয় কাইফকে।’