করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যকে সাহায্য করতে অনেকেই এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা ত্রাণ তহবিলে (ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড) অর্থ তুলে দিয়েছেন অনেকেই। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও অর্থ দিয়েছেন সেই তহবিলে। এইবার এই মারণ ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর।
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকেই তৎপর কেন্দ্র-রাজ্য। দেশবাসীর সুবিধার্থে কোনও কিছুতেই ত্রুটি রাখছে না প্রশাসন। এই পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেন্দ্র-রাজ্যকে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন তিনি। টুইটে প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রীর। এর পর তিনি ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন। এ দিন টুইট করে নিজেই সেই কথা জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যে লকডাউন ঘোষণার পরই কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহায্য মিলছে না বলে অভিযোগ করেছিলেন। এরপর শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। বিস্তারিতভাবে রাজ্যের পরিস্থিতির খবর নেন তিনি। তারপর সাহায্যেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।