বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীন আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না। যার ফলে গোটা বিশ্বের করোনার বিরুদ্ধে এই লড়াইকে ব্যর্থ করে দিতে পারে চীনের এই ব্যবহার। আর গতকাল বিকেলে নিকি হ্যালে বললেন, ‘চীনে এখনও পর্যন্ত ৮২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ৩৩০০ মৃত্যু হয়েছে। এদিকে চিনের জনসংখ্যা প্রায় দেড়শ কোটির কাছাকাছি। বোঝাই যাচ্ছে এটি সঠিক তথ্য নয়।’
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিকি হ্যালে বলেছেন, ‘নিজের সুখ্যাতি ধরে রাখতে ব্যস্ত চীন। করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছেন, কতজন মারা গিয়েছেন সে সম্পর্কে যে তথ্য চীনের প্রশাসন দিয়েছে তাতে বিশ্বাস করার কোন কারণ নেই।’ তিনি মনে করেন চীন একেবারেই সঠিক দিচ্ছে না।
আর সেই কারণেই তিনি জানিয়েছেন সিআইএ স্বাধীনভাবে চীনে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা নির্ধারণ করার জন্য তদন্ত চালাচ্ছে। সেই সংখ্যাটি আসল সংখ্যা হিসাবে প্রকাশিত হবে। চীনের সরকারি তথ্যকে বাতিল করে সেই তথ্যকে মান্য হিসেবে ধরবে আমেরিকা। চীনে আক্রান্তের সংখ্যার সঠিক তথ্য যদি পাওয়া যায় তাহলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যার সঙ্গে একটা তুলনামূলক আলোচনা করা যাবে। যার ফলে আরও সহজে বোঝা যাবে সোশ্যাল ডিস্ট্যাংন্সিয়ের মতো বিষয়গুলি কতটা গ্রহণযোগ্য।