করোনা সংক্রমণ ভারতে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবার করোনা আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। বারাসত শহরের লটারি কালীবাড়ি এলাকায় ৮৫ বছর বয়সী নিতাই ঘোষ চৌধুরী কীটনাশক খেয়ে নিজের বাড়িতে আত্মঘাতী হন। বারাসত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
করোনা এতটাই আতঙ্কিত করেছিল ওই বৃদ্ধকে যে তাঁর বদ্ধমূল ধারণা হয়েছিল তিনি করোনা ভাইরাসে মারা যেতে বসেছেন। ভীতির জেরে আত্মহত্যা বলেই মৃতের পরিবারের দাবি।
সম্প্রতি শরীর ভাল না যাওয়ায় ডাক্তার দেখানো হয়েছিল তাঁকে। চিকিৎসক তাঁর মধ্যে করোনার কোনও লক্ষণ খুঁজে পাননি। কিন্তু তাঁর মধ্যে করোনার আতঙ্ক কাজ করছিল। তার জেরেই এই ঘটনা। তার দুই পুত্র বর্তমান। পুত্র বাবুজি ঘোষ চৌধুরী জানান, ‘বৃদ্ধ বাবা মাঝেমধ্যে করোনা আতঙ্কের কথা বাড়ির লোকেদের জানালেও সবাই খামখেয়ালিপনা মনে করে গুরুত্ব দেননি। তিনি মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে যান। যেখানে করোনার জন্য স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেওয়ার উল্লেখ রয়েছে’।
করোনা আতঙ্কে এর আগেও উত্তর চব্বিশ জেলার বনগাঁ মহকুমা এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটলেও করোনা ভীতিতে বারাসত শহরে এটি প্রথম আত্মহননের পথ বেঁচে নেওয়ার ঘটনা।