সংক্রমণ নিয়ন্ত্রণের সরকারি সমস্ত চেষ্টা, এমনকী দেশজোড়া লকডাউন সত্বেও ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে শুক্রবার সকালে লাইভ ভিডিও বার্তা দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরামর্শ দিয়েছেন। মোদীর দাবি, এতে সমগ্র ভারতবাসীর মহাশক্তি জাগরণ হবে।
কেউই জানতেন না প্রধানমন্ত্রী কী বলবেন। তাই সকলেই মুখিয়ে ছিলেন শোনার জন্য। কাল বাদে পরশু রবিবার। কিন্তু প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই মিমের বন্যা বইতে শুরু করে দিল সোশ্যাল মিডিয়ায়। কে কী ভাবে মহাশক্তি জাগরিত করবেন তার মহড়া শুরু হয়ে গেল টুইটার, ফেসবুকে। তাতে যেমন রয়েছেন টুনি বাল্ব সেট করা জামা গায়ে দেওয়া ‘জাদুগর’-এর অমিতাভ বচ্চন, তেমনই রয়েছে গ্যাসের ওভেনকে সাউন্ড মিক্সিংয়ের যন্ত্র বানিয়ে একদল তরুণের দেদার নাচ। আলো নেভানো ঘরে ডিজে বাজিয়ে মাথায় বালতি ঢেকে তরুণদলের উদ্দাম নাচের ভিডিও টুইটারে ভাইরাল। সঙ্গে মাঝে মাঝে দপ করে জ্বলে উঠছে ওভেনের আগুন। উল্লেখ্য, এর আগে জনতা কার্ফুর বিকেলে দেখা গিয়েছিল থালা, ঘণ্টা নিয়ে মিছিলে বেরিয়ে পড়েছিলেন কত মানুষ। এবারও প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে তেমন কিছু ঘটতে পারে আন্দাজ করেই রসিকতায় মজেছেন নেটিজেনরা।