মানুষের পরিষেবায় দিনরাত এক করছেন তারা। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সাহায্যার্থে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সাহায্যে একটি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল এই যোদ্ধাদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে এই হেল্পলাইন নম্বরের বিষয়ে জানিয়েছেন মমতা।
চিঠিতে সকলকে ‘প্রিয় সাথী’ বলে সম্মোধন করে মমতা লিখেছেন, সারা পৃথিবী তো বটেই বাংলাও এখন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সকলের সাবধানে থাকবেন এবং নিজের বা পরিবারের কারোর কোন সাহায্যের প্রয়োজন হলে দপ্তরে যোগাযোগ করবেন। এই প্রেক্ষিতে তার দপ্তরের এক আধিকারিকের নম্বরও চিঠিতে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও লিখেছেন, এই বিপদের দিনে সকলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। যে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করছেন তাঁরা তাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এও জানিয়েছেন যে তাদের সকলকে ধন্যবাদ জানানোর ভাষাও নেই তাঁর কাছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশাবাদী যে যেভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে মিলে একসঙ্গে কাজ করছে, তার ফলে এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসবে বাংলা এবং গোটা দেশ।