করোনা মোকাবিলায় দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় আগেই লকডাউনের কথা ঘোষণা হয়েছিল। তারপর গত সপ্তাহের মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে গোটা দেশজুড়েই টানা টানা ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মোদীর ঘোষণাকে খুব একটা পাত্তা দিতে রাজি নন তাঁর দলেরই প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা। এবার বিশাল জমায়েত নিয়ে রাস্তায় শুটিংয়ে মজে থাকতে দেখা গেল বিজেপি নেতা বিশ্বমোহন কুমারকে। লকডাউনকে কার্যত উপেক্ষা করে ঘরে ও রাস্তায় সিনেমার শুটিং করলেন তিনি। আর সেই শুটিং দেখতে জড়ো হল হাজার হাজার গ্রামবাসী। ঘটনার জেরে প্রবল বিতর্কের মুখে পড়েছেন বিহারের ওই বিজেপি নেতা। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
করোনা সামাল দিতে প্রধানমন্ত্রী যখন মানুষকে দূরত্ব বজায় রাখতে বলছেন, ঠিক সেই সময় সবকিছু উপেক্ষা করে ভোজপুরি সিনেমা ‘ইশক দিবানা’-র শুটিং করছিলেন প্রাক্তন সাংসদ তথা মন্ত্রী ওই বিজেপি নেতা। এদিকে লকডাউন উপেক্ষা করে সেই শুটিং দেখতে জড়ো হন হাজার হাজার গ্রামবাসী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি স্থানীয় এসডিওর কাছে অভিযোগ জানান কোনও এক ব্যক্তি। এসডিওর তরফে বিষয়টি দেখতে বলা হয় স্থানীয় বিডিও এবং সিও-কে। তবে তখনকার মতো ধামাচাপা পড়ে যায় বিষয়টি। বন্ধ হয়নি শুটিংও। এরপর লাগাতার স্থানীয়দের তরফে অভিযোগ জানানোর পর, এসপি নিজে গিয়ে বিহারের রাতৌলি গ্রামে গোটা বিষয় নিয়ে খোঁজখবর শুরু করেন। তখনই সামনে আসে আসল তথ্য। জানা যায় লকডাউনকে পাত্তা না দিয়ে শুটিং করে যাচ্ছেন দাপুটে ওই বিজেপি নেতা।