করোনা’র সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষত যারা দিনমজুর ও কল কারখানায় কাজ করা শ্রমিক, করোনা’র সংক্রমণ ঠেকাতে ও লকডাউন মানতে গিয়ে কাজ চলে গিয়েছে প্রত্যেকের। তাই যাতে করে রাজ্যের কোনও মানুষ অভুক্ত না থাকে তাই বিনামূল্যে রেশন দেওয়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন রেশন দোকানে পড়েছে লম্বা লাইন। রেশন দোকানের দেওয়া নির্দিষ্ট কুপনের ভিত্তিতেই প্রয়োজনীয় রসদ তুলছেন দিন আনি দিন খাওয়া মানুষগলো। লকডাউনের সময় প্রয়োজনীয় রসদ পেয়ে কিছুটা খুশি দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলি।
আজ ১ লা এপ্রিল থেকেই রাজ্যের বিভিন্ন রেশন দোকানে দেওয়া হচ্ছে বিনামূল্যে রেশন। এএওয়াই, এসপিএইচএউচ, ও , পিএইচএইচ, আরএকেএসওয়াই- এই চার শ্রেণির তালিকাভুক্ত পরিবারই পাবেন বিনামূল্যে রেশন। এছাড়াও আরও একটি তালিকা রয়েছে, আরকেএসওয়াই হিসাবে যারা চিহ্নিত তাদেরও রেশন দেওয়া হবে। তবে সেটা পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে।