গোটাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে। ফলে গৃহবন্দি বিশ্বের বেশিরভাগ মানুষই। তবে এই সেল্ফ কোয়ারেন্টাইনে মানসিক অবসাদ বৃদ্ধি পায়। ঘরবন্দি থাকতে কারই বা ভালো লাগে। সে কারণেই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন নিজের গ্যারেজকেই অস্থায়ী জিম বানিয়ে নিয়েছিলেন। সেখানেই করতেন শরীরচর্চা। আর তাতেই বিপদ ঘনিয়ে এল।
গ্যারেজকে জিম তৈরি করতে গিয়ে নিজের গাড়িটিকে রাস্তায় রেখেছিলেন অজি অধিনায়ক। ভেবেছিলেন সুরক্ষিত থাকবে। কিন্তু তাতেই হল সমস্যা। কিন্তু তাঁর ভাবনায় ভুল ছিল। পাশের রাস্তায় রাখা টিম পেইনের গাড়ির দরজা ভেঙে তাঁর মানিব্যাগ চুরি করে হয়ে গিয়েছে। সেই মানিব্যাগে রাখা ছিল ক্রেডিট কার্ড। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলের মেসেজ দেখে জানতে পারেন যে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করছেন অন্য কেউ। তারপর বোঝা যায় যে তার গাড়ির দরজা ভেঙে কেউ তার মানিব্যাগ চুরি করেছে।