করোনার জেরে বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। ইতালির পরে সবথেকে বেশি ভয়াবহতা লক্ষ্য করা গেছে সেখানেই। এদিকে দিন দিন ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাই এদেশে থাকা কিবু ভিকুনা, ফ্রান গঞ্জালেস, হোসেবা বেইতিয়া, মারিও রিভেরাদের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান পাঠাতে চাইছে স্পেন। ভারতে থাকা স্প্যানিশ ফুটবলারদের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে সে দেশের দূতাবাস।
জানা গেছে, এদেশে থাকা কোচ-ফুটবলারদের সাথে তাঁরা ফোনে যোগাযোগ করেছে দ্রুত নিজেদের দেশে ফেরার জন্য। শুধু স্পেন নয়, কিবুর সহকারী কোচ পোল্যান্ডের টমাসের কাছেও চিঠি এসেছে তাঁর দেশের দূতাবাস থেকে। কিন্তু আই লিগ নিয়ে ফেডারেশন এখনও কোনও সিদ্ধান্ত না নেওয়ায় সমস্যায় পড়েছেন কিবুরা। উদ্বেগ নিয়েই প্রতিটি মুহূর্ত তাঁদের অপেক্ষা করতে হচ্ছে কলকাতার আবাসনে। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ছাড়া তাঁদের সামনে আর কোনও রাস্তাই যে খোলা নেই।
করোনা ভাইরাস সংক্রমণে স্পেনে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বহু লোক হাসপাতালে। ভারতে থাকা স্প্যানিশ কোচ-ফুটবলাদের পরিবারের অনেকেই এমন সব জায়গায় থাকেন যেখানে করোনা মহামারির আকার নিয়েছে। মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, নিজের দেশের দূতাবাস থেকে ফোন এবং চিঠি আসার পর কিবু ভিকুনা একটি চিঠি লিখেছেন ক্লাব কর্তাদের।
সেখানে তিনি লিখেছেন, ‘করোনা ভাইরাসে স্পেনের অবস্থা খুব খারাপ। যতদিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। স্পেনের দূতাবাস আমাদের সঙ্গে গতকালই যোগাযোগ করেছে। তারা এখন বিভিন্ন দেশে যে সব স্প্যানিশরা কাজ করছে, তাঁদের দেশে ফেরাতে চায়। পোল্যান্ড থেকেও একই চিঠি এসেছে টমাসের কাছে। আমি এবং আমার ফুটবলাররা পেশাদার। লিগ শেষ করেই দেশে ফিরতে চাই। কিন্তু ফেডারেশন তো এখনও কোনও সিদ্ধান্তই জানায়নি। আমরা আমাদের পরিবারের কাছে যত দ্রুত সম্ভব ফিরতে চাই। ব্যবস্থা করুন।’ স্পেনের দূতাবাস থেকে আসা চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন গঞ্জালেসও।