করোনা ভাইরাসের সামনে অসহায় দেখাচ্ছে সারা বিশ্বকে। কারও কাছেই নেই এই মারণ ভাইরাসের প্রতিষেধক। ইউরোপিয়ান দেশগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। অন্যান্য দেশেও সংখ্যাটা কম নয়। এই পরিস্থিতিতে প্রায় সব দেশেই অস্থায়ী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এবার ব্রাজিলও সেই পথেই হাঁটল। ব্রাজিলের স্টেডিয়ামগুলিতে হবে অস্থায়ী হাসপাতাল।
করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় ব্রাজিলের বেশ কয়েকটি স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই দেশের বেশিরভাগ শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব তাদের স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে। সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা ও সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।
খালি পড়ে থাকা স্টেডিয়ামগুলোকে হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে দেশের ১০টি ক্লাব। আপাতত ঠিক হয়েছে, রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ও সাও পাওলোর পাচেম্বু স্টেডিয়ামকে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। যার মধ্যে পাচেম্বুতে স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনিয় পরিকাঠামো গড়ে তোলার কাজও প্রায় শেষ পথে। ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে পাচেম্বু স্টেডিয়ামে অন্তত ২০২ বেডের একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এই স্টেডিয়ামেই ফুটবল সম্রাট পেলে ক্লাব কেরিয়ারের অধিকাংশ ম্যাচ খেলেছেন। এবার সেখানেই করোনা আক্রান্তদের চিকিৎসা করা হবে। এই কাজে সহযোগিতা করছে শহরের আরও দু’টি বড় ক্লাব।