করোনার জেরে ঘরবন্দী গোটা বিশ্ব। একই চিত্র ম্যাঞ্চেস্টারেও। পরিস্থিতি এতই জটিল যে খাবার পাচ্ছে না শিশুরা। নিজের এলাকার শিশুদের পাশে দাঁড়ালেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার মার্কাস র্যাশফোর্ড। নিজের খরচায় তিনি তাদের পরিবারের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বিপজ্জনক ভাইরাসের জেরে গৃহবন্দি থাকতে হচ্ছে বিশ্ববাসীকে। ব্যতিক্রম নয় ম্যাঞ্চেস্টারের বাসিন্দারাও। এখানকার শিশুরাও এখন বাড়ি থেকে বের হতে পারছে না। স্কুলে গেলে দু’বেলা খাবার পেত তারা। কিন্তু এখন সেই উপায় বন্ধ। খাদ্যের জোগান দিতে অসহায় পরিবারও।
কেন এই প্রচেষ্টা জানতে চাওয়া হলে, র্যাশফোর্ডের উত্তর, ‘অতীতেও আমি বাচ্চাদের জন্য অনেক কিছু করেছি। এবার শুনলাম স্কুল বন্ধ থাকায় বেশ কিছু শিশু এবং তাদের পরিবার খাদ্য সঙ্কটে ভুগছে। আমিও ছেলেবেলায় এরকম স্কুলেই পড়তাম। তাই ওদের সমস্যা অন্তর দিয়ে অনুভব করতে পারি। মনে আছে, স্কুলের দেওয়া খাবারেই আমার অধিকাংশ দিন কেটেছে। কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা ৬টা বাজত মায়ের। তাই রাতের খাবার পেতাম ৮টা নাগাদ। তার আগে খিদে পেলে স্কুলের খাবারই ছিল ভরসা। জানি, আমার থেকেও কঠিন পরিস্থিতিতে রয়েছে অনেকে। তাদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য। এই সহযোগিতার মধ্যে দিয়ে কর্তব্য পালন করেছি। চাই, আমার এই কাজ পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করুক।’