করোনা প্রতিরোধে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে তরতরিয়ে বেড়েছে নারীর প্রতি গার্হস্থ্য হিংসার প্রকোপ। ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর তথ্যানুযায়ী, লকডাউনের এক সপ্তাহও গড়ায়নি, শুধুমাত্র মেল মারফত গার্হস্থ্য হিংসার অভিযোগ এসেছে ৫৮টি।
গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের এক কন্যার বাবাও। ওই ব্যক্তির অভিযোগ, লকডাউনের পর থেকে তাঁর মেয়েকে খেতে দেয়নি তার শ্বশুরবাড়ির লোক, উপরন্তু চালিয়েছে শারীরিক অত্যাচার।
বাড়িতে বসে থেকে থেকে বিরক্ত স্বামী বা পুরুষ সঙ্গীরা সমস্ত হতাশা গিয়ে ফেলছে স্ত্রী, সঙ্গিনীদের উপর। দেশজুড়ে আরও বিভিন্ন ‘নারী অধিকার’ সংক্রান্ত সংস্থাতেও এসেছে গার্হস্থ্য হিংসার বিচিত্র অভিযোগ।
এনসিডব্লিউ’-এর চেয়ারপার্সন রেখা শর্মা জানান, ‘মেল মারফত জানানোর মতো সুবিধাপ্রাপ্ত নারী এদেশে কজনই বা। সমাজের নিচের স্তরে, এমন অগণিত মহিলা রয়েছেন, যাঁদের এই সুযোগটুকু নেই। তাই এই ৫৮ সংখ্যাটি কিছুই নয়’।
অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন’স অ্যাসোসিয়েশন”-এর সম্পাদক কবিতা কৃষ্ণণ মন্তব্য বলেন, এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউনের আগে কিছু সময়ের প্রস্তুতিপর্ব দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত কিছু মেয়ে তাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে যাওয়ার সময় পেত। এখন প্রশাসনের এই ভ্রান্তিরই খেসারত দিতে হচ্ছে!