যতদিন যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি ততই খারাপের দিকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে কাল, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই সেই বৈঠকে থাকছেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এর আগে গত সপ্তাহে লকডাউন ঘোষণার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। ফের দেড় সপ্তাহের ব্যবধানে এই বৈঠক। প্রশাসনিক মহলের মতে, কোন রাজ্যের কী পরিস্থিতি তা নিয়ে খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, রাজ্যগুলির কী প্রয়োজন তাও জানাবে মুখ্যমন্ত্রীরা।
এছাড়াও, দিল্লির নিজামুদ্দিনের ঘটনা নিয়েও মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী। কারণ এখান থেকে সারা দেশেই আক্রান্তরা ছড়িয়ে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফের প্রধানমন্ত্রীর কাছে কাছে পিপিই পোশাক, মাস্ক-সহ একগুচ্ছ দাবিদাওয়া জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও করোনা পরীক্ষার কেন্দ্রের ছাড়পত্র দেওয়া হোক, সেই দাবিও করা হবে।
অর্থাৎ সবমিলিয়ে কাল ফের পারস্পরিক আলোচনা হবে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। এখন দেখার মুখ্যমন্ত্রীর দাবিমতো কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় দিল্লী। যদিও এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে দেশের অন্য বহু রাজ্যের তুলনায় ভাল জায়গায় রয়েছে বাংলা। সেটাও মুখ্যমন্ত্রী কাল প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলেই জানা গিয়েছে।