করোনার থাবায় এই মুহূর্তে থরহরিকম্প গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ফলে আরও কঠিন হচ্ছে পরিস্থিতি। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৯০। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের ডাক্তার, নার্স বা অনান্য স্বাস্থ্যকর্মীরা। কিন্তু নেই পর্যাপ্ত মাস্ক, প্রোটেক্টিভ অ্যাপ্রন, গ্লাভস। ফলে কোথাও হেলমেট পরে আবার কোথাও রেনকোট গায়ে চাপিয়ে মানবতার সেবা করে যাচ্ছেন ডাক্তাররা। কিন্তু দেশেই যখন এইসব জিনিস অমিল, তখন বিদেশে মেডিক্যাল ইক্যুইপমেন্ট ও সেফটি গিয়ার্স পাঠাচ্ছে ভারত!
সম্প্রতি রাষ্ট্রসংঘের তরফ থেকে এক টুইটের ফলে এই ব্যাপারটি সকলের সামনে এসেছে। যদিও স্বাস্থ্যমন্ত্রক কিন্তু এই ব্যাপারটি একেবারেই অস্বীকার করেছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ‘ভারত থেকে সার্বিয়ার বেলগ্রাদে ৯০ টন মেডিক্যাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট নিয়ে দ্বিতীয় বোয়িং ৭৪৭ বিমান পৌঁছাল। এই অত্যাবশ্যক সামগ্রী সার্বিয়া সরকার রাষ্ট্রসংঘের সহায়তায় ক্রয় করেছে।’ জানা গিয়েছে, এই ৯০ টন সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ টন গ্লাভস। এছাড়া রয়েছে মাস্ক, কভেরালস।
কোচি এয়ারপোর্টের তরফ থেকে সংবাদমাধ্যম এনডিটিভিকে জানানো হয়েছে, ওই বিমানটি ২৯ মার্চ সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। কোচিন কাস্টমসের তরফ থেকেও এই বিমানটিকে ক্লিয়ারেন্স দিয়ে একটি ট্যুইট করা হয়েছিল। যদিও এই ব্যাপারটি সম্পর্কে নাকি কিছুই জানে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এই ইস্যুতে কেন্দ্রকে বিঁধতে ছাড়েনি কংগ্রেস। দলের নেতা মণীশ তেওয়ারি ট্যুইট করে লেখেন, ‘এটা কী হচ্ছে প্রধানমন্ত্রী? ভারতের স্বাস্থ্যকর্মীরা এইসবের অভাবে যেখানে ভুগছেন আর সেখানে ভারত সার্বিয়াকে মেডিক্যাল ইক্যুইপমেন্ট বিক্রি করছে। আমরা কি পাগল হয়ে গিয়েছি? এটা অপরাধ।’