বেলঘরিয়ার বাসিন্দা করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু হল। কিডনির সমস্যা, ডায়াবিটিস-সহ নানা রকম শারীরিক জটিলতা ছিল ওই প্রৌঢ়ের। বুধবার সকাল ৯.২৫ মিনিট নাগাদ তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।
গত ২৬ মার্চ তিনি বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তখন তাঁর জ্বর, সর্দি-কাশির লক্ষণ ছিল। ওই অবস্থায় চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। নিউমোনিয়াও ধরা পড়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। গভীর রাতে ধীরে ধীরে পরিস্থিতির আরও অবনতি হয়। এ দিন সকালে তিনি মারা গিয়েছেন। মৃত্যুর পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনেই তাঁর দেহ সংরক্ষণ করা হয়েছে। এর পর নিয়ম মেনে সৎকার হবে।
বেলঘরিয়ার রথতলায় ওই প্রৌঢ়ের একটি ফাস্টফুডের দোকান রয়েছে।পারিবারিক একটি সূত্রে জানা গিয়েছে, বছর সাতান্নর ওই প্রৌঢ়ের বিদেশ বা ভিন রাজ্যে যাওয়ার ইতিহাস নেই। তবে তাঁর এক পরিচিত ভিন রাজ্যে থেকে এসেছিলেন। সেখান থেকে কোনও ভাবে তিনি আক্রান্ত হয়েছেন কি না, তা দেখা হচ্ছে। ফাস্ট ফুডের দোকান চালাতেন, সেখানে প্রতিদিনই বহু ক্রেতা আসতেন। সে দিকটাও মাথায় রাখা হচ্ছে।